২০২২ সালে রেকর্ড ৬১ লাখ অভিবাসী পেয়েছে ওইসিডি অঞ্চল

0

অরগানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (ওইসিডি) অঞ্চলে অভিবাসন গত বছর রেকর্ড উচ্চতায় পৌঁছেছে।

সংস্থাটি সোমবার এ সংক্রান্ত তথ্য প্রকাশ করেছে।

ওইসিডির ৩৮ দেশের মধ্যে ১৫টিই ২০২২ সালে বিগত ১৫ বছরে সর্বোচ্চ স্থায়ী অভিবাসন নথিভুক্ত করেছে। অভিবাসী শ্রমিকরা দেশগুলোতে শ্রম ও দক্ষতার ঘাটতি পূরণে সাহায্য করেছে।

অঞ্চলগুলোতে আশ্রয়প্রার্থীর আবেদনও রেকর্ড পরিমাণ ছিল। ২০২২ সালে নতুন আবেদনের পরিমাণ ছিল ২০ লাখেরও বেশি, যা ২০১৫ সালের রেকর্ড ১৭ লাখেরও বেশি ও ২০২১ সালের তুলনায় প্রায় দ্বিগুণ।

গত বছরের পরিসংখ্যানে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব পড়েছে। কারণ লক্ষাধিক ইউক্রেনীয় শরণার্থী এ দেশগুলোতে আশ্রয় নিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, জার্মানি ও পোল্যান্ড সর্বোচ্চ সংখ্যক অভিবাসী আশ্রয় দিয়েছে। ইউক্রেন থেকে সর্বোচ্চ সংখ্যক শরণার্থীকে আশ্রয় দিয়েছে এস্তোনিয়া, চেক প্রজাতন্ত্র ও লিথুয়ানিয়া।

ওইসিডি’র ৩৮ দেশের মধ্যে রয়েছে অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, বেলজিয়াম, কানাডা, চিলি, ডেনমার্ক, এস্তোনিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স ও জার্মানি। সূত্র: আনাদোলু এজেন্সি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here