সংঘাত শুরুর দুই সপ্তাহ পর ফিলিস্তিনের অবরুদ্ধা গাজা উপত্যকায় বোমা হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। এরই মধ্যে মুহুর্মুহু বোমা হামলায় ধ্বংসযজ্ঞে পরিণত হয়েছে ওই উপত্যকা। সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত গাজার বিভিন্ন এলাকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে ১৪০ মারা গেছে বলে গণমাধ্যমের খবরে জানা গেছে।
জানা গেছে, রাতে হামলা হয়েছে গাজার উত্তরাঞ্চলের আল-শাতি ও জাবালিয়ার আল-বালাদ শরণার্থীশিবিরে।
রিপোর্ট লেখা পর্যন্ত গত ৭ অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় পাঁচ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে ১৫ হাজারেরও বেশি মানুষ। সূত্র: আল জাজিরা