আওয়ামী লীগ সরকার সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে, সে অনুসারে কাজও করে: দোলন

0

আওয়ামী লীগ সরকার সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে এবং এই সম্প্রীতি যেন সব জায়গায় সমানভাবে বজায় থাকে সেই জন্য কাজও করে। ফরিদপুর-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, সমাজ সেবামূলক সংস্থা কাঞ্চন মুন্সী ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ঢাকা টাইমস সম্পাদক আরিফুর রহমান দোলন এই মন্তব্য করেছেন। 

সোমবার তিন সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ফরিদপুর-১ আসনের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেন। এদিন দোলন সকাল থেকে মধ্যেরাত পর্যন্ত মধুখালী, বোয়ালমারী ও আলফাডাঙ্গা উপজেলার বিভিন্ন স্থানে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন প্রচারে গণসংযোগ এবং সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানাতে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন। দোলন বলেন, আজকের সবার মনে আনন্দ। শান্তি-শৃঙ্খলার সঙ্গে বাংলাদেশে গত ১৫ বছর ধরে সনাতন ধর্মের মানুষেরা বিভিন্ন পূজা-পার্বণ উৎসব পালন করতে পারছেন। এর পেছনে একটি কারণ আছে আর সেটি হলো বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকার সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে এবং এই সম্প্রীতি যেন সব জায়গায় সমানভাবে বজায় থাকে সেই জন্য কাজও করে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here