বগুড়ার সোনাতলা উপজেলায় সনাতন সম্প্রদায়ের লোকজনের সাথে দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করেছেন স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ম. আব্দুর রাজ্জাক। রবিবার রাতে তিনি উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে গিয়ে সনাতন সম্প্রদায়ের নারী-পুরুষদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং আর্থিক অনুদান প্রদান করেন।
এ সময় তিনি বলেন, দুর্গাপূজা সনাতন সম্প্রদায়ের একটি সার্বজনীন উৎসব। সাম্প্রদায়িক সম্প্রীতির মাধ্যমে এদেশে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। নির্বিঘ্নে ও আনন্দে পূজা উদযাপনের জন্য বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার সবধরনের ব্যবস্থা গ্রহণ করেছেন।