কুষ্টিয়ায় সাংবাদিক শেখ হাসান বেলালের ওপর হামলা মামলার প্রধান আসামি ইমরান খানের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।
সোমবার বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন চান আসামি ইমরান। বিচারক মাহমুদা সুলতানা জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে আসামি মাদক কারবারি ইমরানকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। ইমরান খান কুষ্টিয়া শহরের কালিশংকরপুরের বাসিন্দা।
গত ৭ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টায় পেশাগত কাজে বের হলে বাসার সামনে নিশান মোড়ে সাংবাদিক শেখ হাসান বেলালের ওপর হামলা চালায় সন্ত্রাসীরা। ৭-৮ জন হামলাকারী ঘিরে ধরে ধারালো অস্ত্র, লাঠি দিয়ে বেলালের মাথায় আঘাত করে। ওই দিন রাতেই বড়ভাইয়ের সহযোগিতায় কুষ্টিয়া মডেল থানায় মামলা দায়ের করেন সাংবাদিক বেলাল। এ মামলার ২ ও ৩ নাম্বার আসামি গ্রেফতার হলেও তারা জামিনে রয়েছেন।