আমেরিকার মেজর লিগ সকারে (এমএলএস) নিজেদের শেষ ম্যাচে আজ (রবিবার) ভোরে শার্লট এফসির মুখোমুখি হয় মায়ামি। ফ্লোরিডার ক্লাবটি মাঠ ছেড়েছে ১-০ ব্যবধানে হার নিয়ে। ম্যাচের পুরোটা সময় লিওনেল মেসি মাঠে থাকলেও মায়ামি ফলাফল পরিবর্তন করতে পারেনি।
এদিন ম্যাচের মাত্র ১৩ মিনিটেই কেরউইন ভারগাসের গোলে লিড পায় শার্লট। শেষ পর্যন্ত সেই গোলটি তাদের জয়ের জন্য যথেষ্ট ছিল। যদিও প্রতিপক্ষের মাঠে ম্যাচজুড়ে বল দখলে এগিয়ে ছিলেন মেসিরা। ৬১ ভাগ বল পজিশনে রেখে প্রতিপক্ষের ওপর আক্রমণের বন্যা বইয়ে দিয়েছে। কিন্তু কাঙ্ক্ষিত গোলের দেখা পাননি মেসিরা। অন্যদিকে, আক্রমণ ও সুযোগ তৈরিতে মায়ামির সঙ্গে পাল্লা দিয়েছে শার্লটও। মায়ামিকে তারা লিগে দশম হারের তেতো স্বাদ দিয়েছে।