জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ফেনতারা এলাকায় প্রেমিকাকে ডেকে নিয়ে গিয়ে প্রেমিকসহ তার বন্ধুরা গণধর্ষণ করে। পরের দিন (৩ আগস্ট) ভুক্তভোগীর পরিবার বাদী হয়ে থানায় ধর্ষণের মামলা দায়ের করলে প্রেমিকসহ দুজনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেন পুলিশ।
পরে আদালতে গণধর্ষণের কথা স্বীকার করে আরও তিন আসামির জড়িত থাকায় তাদেরও নাম বলেন প্রেমিক। এ ঘটনায় প্রায় দুই মাস পলতাক থাকা অন্য তিন আসামীকে ঢাকার মগবাজার এলাকা থেকে গ্রেফতার করে রবিবার বিকেলে আদালতে সোপর্দ করেছেন পাঁচবিবি থানা পুলিশ।
পাঁচবিবি থানার পুলিশ পরিদর্শক (ওসি, তদন্ত) মো.হাবিব এই তথ্য নিশ্চিত করে বলেন, গত (৩ আগস্ট) রাতে প্রেমিক তমাল তার প্রেমিকাকে উপজেলার ফেনতারা এলাকার বন্ধু তামিমের ফাঁকা বাড়ীতে নিয়ে যায়। সেখানে প্রেমিকসহ তাঁর পাঁচ বন্ধু মিলে রাতভর পালাক্রমে গণধর্ষণ করে।
তিনি আরো বলেন, আসামিরা দীর্ঘদিন পলাতক থাকার পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।