বরিশালের বানারীপাড়ায় এক স্কুলশিক্ষিকা ও তার পরিবারের চার সদস্যকে অচেতন করে মালামাল লুট করে নিয়েছে দুর্বৃত্তরা। উপজেলার বাইশারী ইউনিয়ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসাম্মৎ মাহিনুর খানম জানান, শুক্রবার সন্ধ্যায় তিনি নিজ ঘরের পিছনের উনুনে ভাত রান্না করে রাখেন। রাত ১০টার পর সেখান থেকে তিনি ওই ভাত ঘরে আনেন।
প্রতিদিনের ন্যায় পরিবারের চার সদস্য রাতের খাবার খেয়ে অচেতন হয়ে পড়েন। পরদিন স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত ডাক্তার তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেন এবং তার স্বামী মো. আক্তার ফারুককে ভর্তি রাখেন।
এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ মো. মাসুদ আলম চৌধুরী বলেন, তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।