নির্বাচন সুষ্ঠু হবে, বিএনপি অংশ নিয়ে যাচাই করতে পারে: হানিফ

0

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, আগামী জাতীয় নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে। নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। বিএনপি অংশ নিয়ে যাচাই করতে পারে। 

আজ রবিবার সকাল সাড়ে ১০টায় কুষ্টিয়া শিল্পকলায় ইমাম, মাদ্রাসা শিক্ষক ও ওরামায়ে কেরামদের উন্নয়ন ভাবনা বিষয়ক আলোচনা সভায় যোগ দেয়ার আগে তিনি সাংবাদিকেদের এসব কথা বলেন। এসময় তিনি আরও বলেন, নির্বাচন নিয়ে নতুনভাবে কথা বলার দিন ফুরিয়ে আসছে। তবে সরকারের আলাপের দরজা খোলা আছে। কিন্তু তা হতে হবে সংবিধানসম্মত ও শর্তবিহীন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হানিফ বলেন, আগামী ২৮ অক্টোবর নিয়ে আওয়ামী লীগের কোন উদ্বেগ নেই। এদিন বঙ্গবন্ধু টানেল উদ্বোধন হবে, ঢাকায় আওয়ামী লীগের কর্মসূচি আছে। অর্থাৎ আমরা মাঠেই থাকবো। ২০১৩ সাল থেকে বারবার বিএনপি সরকার পতনের দিনক্ষণ ঠিক করে দিয়ে আন্দোলনের ঘোষণা দিয়ে আসছে। কিন্তু সরকার ঠিকই আছে। এদের এসব আন্দোলন নিয়ে জনগণও কিছু ভাবে না, ভাবছে না আওয়ামী লীগও।

রাজনৈতিক সংকট আছে কিনা? এমন প্রশ্নের জাবাবে হানিফ বলেন, আওয়ামী লীগে নেই, থাকলে বিএনপিতে আছে। তাদের শীর্ষ দুই নেতা, সন্ত্রাস, দুর্নীতি ও হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত। সংকট উত্তরণে তারা জনগণের ওপর ভরসা না করে ভরসা করছে বিদেশি প্রভূদের ওপর। বাংলাদেশের মানুষের কোন শঙ্কা নেই। তারা এখন নির্বাচনের আমেজে প্রবেশ করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here