অনেক প্রিমিয়াম ফোনেও গ্লসি ব্যাক দেওয়া এবং ক্যামেরা বাম্প ও পোর্টে প্রচুর ময়লা জমে। অনেক সময় কোম্পানিগুলো আইপি৬৭ বা আইপি৬৮ রেটিং দেয় না। কমদামি ফোনেই এমন হয়। আবার মিডরেঞ্জেও এমন দেখা যেতে পারে। তাই অনেক ফোনেই ঘন ঘন ময়লা জমতে পারে। সেজন্য আপনার কী করার আছে? চলুন জেনে নেই-
>> মোবাইল মোছার জন্য একটা শুকনো রুমাল সঙ্গে রাখুন। ফোনের ধুলো দূর করতে এরচেয়ে কার্যকর আর কিছুই নেই।
>> হালকা ভেজা কাপড় দিয়ে আলতোভাবে পোর্ট ও অন্যান্য জায়গা পরিষ্কার করুন।
>> হেডফোন জ্যাক আর চার্জার পোর্ট ইয়ারবাড দিয়েই পরিষ্কার করতে পারেন। তুলোটা সামান্য ভিজিয়ে নিতে পারেন।
>> ফোনে ফাটা জায়গা থাকলে বা কোনো সমস্যা থাকলে অনেক সময় তা পরিষ্কার করা ঝুঁকিপূর্ণ ডিভাইসের জন্য। তাই সার্ভিস সেন্টারে নিয়ে যান।