হামাস বলছে, ইসরায়েল দুই বন্দীকে গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছে। এটা প্রমাণ করে যে, তারা গাজায় ‘রক্তপাত বন্ধে’ আন্তরিক নয়।
হামাসের মুখপাত্র খালেদ আল-কাদ্দুমি বলেন, গুরুতর মানবিক অবস্থার কারণে, কাতারে আমাদের ভাইদের মাধ্যমে আমরা তাদের পরিবারের কাছে হস্তান্তর করার সিদ্ধান্ত নিয়েছি। গতকাল রাতে আমরা তাদেরকে এ কথা জানিয়েছি। এর বিনিময়ে আমরা কিছুই চাইনি।
ইসরায়েল হামাসের এই দাবিকে ‘অযৌক্তিক প্রচারণা’ বলে আখ্যায়িত করেছে।
খবর অনুসারে, ইসরায়েল প্রধানমন্ত্রীর কার্যালয় হামাসের বিবৃতির জবাবে বলেছে, আমরা হামাসের অপপ্রচারে কথা বলব না। বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে বিবৃতিতে আরও বলা হয়, অপহৃত ও নিখোঁজদের দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সবকিছু আমরা অব্যাহত রাখব। সূত্র : আল জাজিরা