ইসরাইয়েল ও হিজবুল্লাহ বাহিনী সম্প্রতি ইসরায়েল-লেবানন সীমান্তে গোলাবর্ষণের পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন শুক্রবার এক ফোনালাপে লেবাননের সশস্ত্র বাহিনী ও অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন পুনর্ব্যক্ত করেন।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার শনিবার বলেন, ফোনালাপে ব্লিঙ্কেন মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনা এবং লেবাননের সংঘাতের সম্ভাব্য পরিণতি নিয়ে ‘ক্রমবর্ধমান উদ্বেগের’ কথা স্বীকার করেছেন। পররাষ্ট্রমন্ত্রী প্রিয়জন হারানো লেবাননের জনগণের প্রতি সমবেদনা জানান।