ভালুকায় আগুনে পুড়ে ছাই ২০ পরিবারের সহায়-সম্বল

0

ময়মনসিংহের ভালুকা উপজেলার শিল্পাঞ্চল জামিরদিয়া মাস্টারবাড়ি স্কয়ার ফ্যাশান মিলের বিপরিত পাশে সরু রাস্তা দিয়ে জবান আলীর মালিকানাধিন কলোনিতে আধাপাকা মোট ৭০টি রুম। ঘনবসতিপূর্ণ এ কলোনিতে স্থানীয় গার্মেন্টস শ্রমীকরা পরিবার-পরিজন নিয়ে বসবাস করেন। সকালে সাজানো গোছানো বসতঘর রেখে কাজে যাওয়া ২০টি পরিবার দুপুরে নিঃস্ব। ভয়াবহ আগুনে ওই বিশ পরিবারের ঘরে থাকা সব কিছুই পুড়ে ছাই হয়ে গেছে। সেইসঙ্গে ছাই হয়েছে পরিবারগুলোর বেঁচে থাকার সহায়-সম্বলও।

শনিবার বেলা ১১ টায় উপজেলার শিল্পাঞ্চল জামিরাদিয়া মাষ্টারবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন বাড়ির মালিক জবান আলী। 

বসতঘরের সবকিছু পুড়ে ছাই হয়ে যাওয়া পরিবারের মাঝে একজন পারভেজ মিয়া। তিনি জানান, তিলে তিলে গড়ে তোলা স্বপ্নের সংসার আগুনে পুড়ে আজ তিনি স্বর্বশান্ত-নিঃস্ব। হাড়ভাঙা কষ্টের টাকায় কেনা আসবাপত্র ও জমানো কিছু টাকা সবকিছুই পুড়ে ছাই হয়ে গেছে।   

ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আল মামুন জানান, পানির উৎস্য না থাকায় মহাসড়কের অপর পাশের এক ফ্যাক্টরি থেকে পানির ব্যবস্থা করে আগুন নেভাতে হয়েছে। অগ্নিকাণ্ডের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমান তদন্তের পর বলা যাবে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here