ইসরায়েলের নৃশংস বোমা হামলায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় রিপোর্ট লেখা পর্যন্ত ৪ হাজার ১৩৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এর মধ্যে ৭০ শতাংশই নারী ও শিশু।
জাতিসংঘের হালনাগাদ প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি বিমান হামলায় গাজা উপত্যকায় রিপোর্ট লেখা পর্যন্ত ১৩ হাজারের বেশি মানুষ আহত হয়েছে। আহতদের মধ্যে অর্ধেকই নারী ও শিশু।
শনিবার ভোরে গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফাহর বেশ কয়েকটি আবাসিক ভবনে বোমা ফেলেছে ইসরায়েল। এতে ১৪ জন নিহত হয়েছে। গত ২৪ ঘণ্টায় ৩৫২ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল।
জাতিসংঘের হিসাবে গাজা উপত্যকায় প্রায় ১৪ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এদের মধ্যে সাড়ে পাঁচ লাখেরও বেশি জাতিসংঘ-নির্ধারিত ১৪৭টি জরুরি আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে।
শনিবার গাজার আবাসন মন্ত্রণালয় জানিয়েছে, ৭ অক্টোবর থেকে ইসরায়েলি বিমান বাহিনীর অবিরাম বোমা হামলায় গাজা উপত্যকার অন্তত ৩০ শতাংশ বাড়ি ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। সূত্র: আল জাজিরা