বঙ্গোপসাগরের লঘুচাপটির প্রভাবে বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে। এক্ষেত্রে রবিবার থেকে বৃষ্টিপাত হতে পারে।
শনিবার এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
রবিবার সকাল থেকে সোমবার (২২ অক্টোবর) সকাল পর্যন্ত বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।