মেট্রোরেলের নিরাপত্তায় পুরোপুরি দায়িত্ব নিতে যাচ্ছে এমআরটি পুলিশ। একজন উপমহাপরিদর্শকের (ডিআইজি) নেতৃত্বে এমআরটি পুলিশে জনবল এখন ৪৩১ জন। এই জনবল দিয়ে আজ শনিবার থেকে মেট্রোরেলের নিরাপত্তার পুরো দায়িত্ব পালন শুরু করবে তারা।
ডিএমপির মুখপাত্র মো. ফারুক হোসেন জানান, ডিএমপি কমিশনার (হাবিবুর রহমান) শনিবার মেট্রোরেলের নিরাপত্তার দায়িত্ব এমআরটি পুলিশকে বুঝিয়ে দেবেন। এই উপলক্ষে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান আজ এমআরটি পুলিশের কার্যক্রম পরিদর্শন করবেন।