যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল বলেছেন, স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ছাত্রসমাজের ভূমিকা অতুলনীয়। ছাত্র সমাজই পারবে দেশি-বিদেশি সকল অপশক্তিকে রুখে দিয়ে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে।
শুক্রবার রাতে এক সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন নিখিল।
চৈতালী-ঢাকা বিশ্ববিদ্যালয় কার্যনির্বাহী কমিটির সভাপতি আরিফুজ্জামান বর্ষনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনায় নিখিল আরও বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে হলে ছাত্র সমাজকে মরণব্যাধী নেশা মাদক থেকে দূরে থাকতে হবে।
তিনি বলেন, নেশা এমন একটি ব্যাধী যাহা পরিবার-সমাজ, জাতি, রাষ্ট্রকে ধ্বংস করে দেয়।
নিখিল উপস্থিত সকলকে বর্তমান সরকারের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান।
তিনি দেশি-বিদেশি সকল অপশক্তির বিরুদ্ধে লড়াই করতে ছাত্র সমাজকে সোশ্যাল মিডিয়া আরো বেশি স্মার্ট হতে বলেন।
মিরপুরস্থ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রীদের সুখে-দুখে, বিপদে-আপদে পাশে থাকার প্রতিশ্রুতি দেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চৈতালী ঢাকা বিশ্ববিদ্যালয় কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক তাহমিনা তুলি সহ অন্যান্য নেতৃবৃন্দ।