পঞ্চগড়ের আটোয়ারীতে পৃথক পৃথক স্থানে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে পরিবারের সবার অগোচরে বাড়ির পাশের খালের পানিতে পড়ে মায়ান (৩) নামে এক শিশু মৃত্যু বরণ করে। মায়ান উপজেলার মির্জাপুর ইউনিয়ন পূর্ব সর্দারপাড়া গ্রামের মানিক হোসেনের পুত্র।
অপরদিকে, দুপুর বারোটার দিকে পানিতে পড়ে সিফাত (৪) নামে আরো একজন শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। সিফাত উপজেলার আলোয়াখোয়া ইউনিয়ন বামনকুমার খাসপাড়া গ্রামের আলম হোসেনের ছেলে।