যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর সাবেক প্রধান ডেভিড পেত্রাউস মনে করছেন গাজায় স্থল অভিযান চালালে ইসরায়েলি বাহিনী বড় ধরনের প্রতিরোধের মুখে পড়বে। পেত্রাউস বলেছেন, ইসরায়েলি বাহিনী গাজায় ঢুকলে লড়াই অনেক বছর ধরে চলতে পারে এবং সেখানে ভয়ানক লড়াই হবে।
ডেভিড পেত্রাউসের ইরাক ও আফগানিস্তানে মার্কিন বাহিনীর শীর্ষ জেনারেল হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে।
মোগাদিসু অচলাবস্থা বলতে পেত্রাউস ১৯৯৩ সালের একটি ঘটনার প্রসঙ্গ টেনেছেন। তখন সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে তিনটি আমেরিকান ব্ল্যাক হক হেলিকপ্টার গুলি করে ভূপাতিত করা হয়। ওই ঘটনায় বেঁচে যাওয়া ব্যক্তিদের মার্কিন সেনারা উদ্ধার করতে গেলে নগরীতে দুই পক্ষে তুমুল লড়াই শুরু হয়। পেত্রাউস বলেছেন, ইসরায়েলি বাহিনী শত্রুপক্ষের সীমান্তে ঢুকলে একই বাস্তবতার মুখোমুখি হবে।
হামাস যোদ্ধারা যেভাবে ইসরায়েলে ঢুকে হত্যাকাণ্ড চালিয়েছেন, তেমন বুদ্ধিমত্তার পরিচয় যদি তারা প্রতিরক্ষার ক্ষেত্রে দেখাতে পারেন, তাহলে সেখানে আত্মঘাতী বোমা হামলাকারী, নানা ধরনের বিস্ফোরক ডিভাইস, অতর্কিত হামলা, প্রাণঘাতী ফাঁদ দেখা যাবে বলে মনে করেন সাবেক এই মার্কিন জেনারেল।