দীর্ঘ নয় বছরের দ্বন্দের ইতি। এবার ‘টাইগার ৩’ ছবিতে সালমান খানের লিপে আসছে অরিজিৎ সিংয়ের গান। খোদ সালমানই খবরটি জানিয়েছেন। পাশাপাশি ক্যাটরিনার সঙ্গে গানের একটি ছবিও শেয়ার করেছেন তিনি।
এর আগে, কখনও সলমান খানের জন্য প্লে ব্যাক করেননি অরিজিৎ সিং। ফলে অরিজিতের কণ্ঠ এবং পর্দায় ভাইজান, তাদের যুগলবন্দি কেমন লাগবে? তা নিয়ে ভক্তদের কৌতুহলের শেষ নেই। অবশেষে মুক্তি পেতে চলেছে তাদের গান।
এর আগে, সম্প্রতি সালমান খানের বাড়িতে দেখা গিয়েছিল অরিজিৎ সিংকে। গত ৪ অক্টোবর এক্স হ্যান্ডেলে এক নেটিজেন সেই ছবি পোস্ট করেন। এরপর থেকেই গুঞ্জন শুরু হয়, তবে কি সালমান খানের জন্য প্লে ব্যাক করতে চলেছেন অরিজিৎ সিং? অবশেষে সেই জল্পনাই সত্যি হল।
সূত্র : এই সময়।