ইসরায়েলের পুলিশ প্রধান কবি শাবতাই বলেছেন, ইসরায়েলে বসে যদি কেউ গাজার সমর্থনে প্রতিবাদ করে তবে তাদরে বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করা হবে।
‘যে ইসরায়েলি নাগরিক হতে চায় তাকে স্বাগত।… তবে কেউ যদি গাজার পক্ষে যেতে চায় তাকেও স্বাগতম। তবে আমি তাদের বাসে করে গাজায় পাঠিয়ে দেবো।’