বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ‘Wings of Light’ নামে ফটোগ্রাফি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ফেসবুক গ্রুপ ফটো অ্যাফেয়ার্সের আয়োজনে এই প্রদর্শনী ১৯ শে অক্টোবর বিকাল চারটা থেকে শুরু হয়ে চলবে ২১ শে অক্টোবর পর্যন্ত।
Landscape, Wildlife and Macro, Food and still life, People এই চারটি ক্যাটাগরিতে প্রদর্শিত হচ্ছে মোট ২২৫ টি ছবি। সর্বমোট ৪০০০ ছবি জমা পরেছিলো এক্সিবিশনে। সেখান থেকে বিচারকরা ২২৫টি ছবি নির্বাচিত করেছেন।