বাজিতপুরে আওয়ামী লীগের উন্নয়ন ও শান্তি সমাবেশ

0

কিশোরগঞ্জের বাজিতপুরে উন্নয়ন ও শান্তি সমাবেশ করেছে আওয়ামী লীগ। বুধবার (১৮ অক্টোবর) বিকালে ডাক বাংলার মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের সংসদ সদস্য মো. আফজাল হোসেন।

সমাবেশে আফজাল হোসেন এমপি বলেন, একসময় বাজিতপুরের পরিচয় ছিল হত্যা, সন্ত্রাস আর নৈরাজ্যের এলাকা হিসেবে। সেই অন্ধকারাচ্ছন্ন বাজিতপুরকে একটি শান্তির আবাসস্থল হিসেবে গড়ে তুলেছি। মানুষ আর বিএনপি-জামায়াতের সেই বিভীষিকাময় পরিস্থিতিতে ফিরে যেতে চায়না। মানুষ শান্তি চায় বলেই বার বার শেখ হাসিনার সরকারকে ভোট দিয়ে নির্বাচিত করছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনেও শান্তি ও উন্নয়নের লক্ষ্যে মানুষ আওয়ামী লীগের নৌকা প্রতীকে ভোট দিবে ইনশাল্লাহ।

বাজিতপুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি জেলা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ছানোয়ার আলী শাহ সেলিম, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, বাজিতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান রকিবুল হাসান শিবলী, নিকলী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আসাদুল হক লিটন, নিকলী উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল কুদ্দুস ভূইয়া জনি, বাজিতপুর পৌরসভার মেয়র আনোয়ার হোসেন আশরাফ, উপজেলা যুবলীগের সভাপতি কবির হোসেন, বাজিতপুর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুখন দত্ত, উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহবুব আল হাসান প্রমুখ।

উপজেলার সবকটি ইউনিয়ন থেকে বাদ্যযন্ত্র বাজিয়ে মিছিল সহকারে হাজারো নেতা, কর্মী ও সমর্থক সমাবেশে যোগদান করেন। বিকাল তিনটায় সমাবেশ শুরু হলেও এর আগেই জনসভাস্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here