ইসরায়েলকে অস্ত্র সরবরাহ, ক্ষুব্ধ হয়ে শীর্ষ মার্কিন কর্মকর্তার পদত্যাগ

0

ইসরায়েলকে প্রাণঘাতী অস্ত্র সহায়তার ঘটনায় ক্ষুব্ধ হয়ে পদত্যাগ করলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন শীর্ষ কর্মকর্তা। তার নাম জশ পল। তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-সামরিক বিষয়ক পরিচালক।

জশ পল তার পদত্যাগপত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন। এতে তিনি পদত্যাগের কারণ হিসেবে ইসরায়েলকে আমেরিকার অব্যাহত প্রাণঘাতী অস্ত্র সহায়তার বিষয়ে নিজের মতবিরোধের কথা উল্লেখ করেছেন।

জশ পল মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে অস্ত্র হস্তান্তর প্রক্রিয়া নিয়ে কাজ করেন। তিনি বলেন, “একটি পক্ষকে আরো অস্ত্র সরবরাহ করার বিষয়টিকে তিনি আর সমর্থন করতে পারছেন না।”

তিনি আরো বলেন, মানবাধিকারের গুরুতর লঙ্ঘনের বিষয়টি স্পষ্টভাবে তুলে ধরা আমাদেরই দায়িত্ব, তা যেই করুক না কেন।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র প্রতি বছর ইসরায়েলকে ৩.৮ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি সামরিক সহায়তা দিয়ে থাকে। সূত্র:  আল জাজিরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here