মাল্টা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

0

মাল্টা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে কাওসার আমিন হাওলাদারকে সভাপতি এবং রাজিব দাসকে সাধারণ সম্পাদক হিসাবে ঘোষণা করা হয়। মাল্টার স্থানীয় একটি হলরুমে কাজেম আলী স্বপনের সভাপতিত্বে এবং কাওসার আমিন হাওলাদারের পরিচালনায় সম্মেলনের শুরুতেই টেলি কনফারেন্সে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক। 

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান।

বক্তারা বলেন, ঐক্যবদ্ধ মাল্টা আওয়ামী লীগের কোন বিকল্প নেই। দলের দুঃসময়ে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে একটি শক্তিশালী মাল্টা আওয়ামী লীগ গঠন করে শেখ হাসিনা হাতকে শক্তিশালী করতে হবে।

মাল্টা আওয়ামী লীগের পক্ষে বক্তব্য রাখেন বিপুল দাস, রাজিব দাস, তপন ঘোষ, সাইফুল ইসলাম, মাইনুল হাসান, দুর্জয়, তরিকুল ইসলাম মিল্টন, নুর শামিম প্রমূখ।

নির্বাচন কমিশনার ডা. এস বি দাস অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে কাওসার আমিন হাওলাদার এবং রাজিব দাসকে সাধারণ সম্পাদক ঘোষণা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here