পটুয়াখালীসহ দেশের বিভিন্ন এলাকায় একাধিক মাদক মামলায় যাবজ্জীবনসহ বিভিন্ন মেয়াদের সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টের পলাতক আসামি আন্তঃজেলার মাদক সম্রাট দুলাল সিকদারকে (৪৭) গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার রাতে ঢাকার মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে আত্মগোপনে থাকা দুলাল সিকদারকে গ্রেফতার করা হয়।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মো. আবদুল হান্নান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অবস্থান নিশ্চিত হয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতারের পর রাতেই দুমকি থানায় নিয়ে আসা হয়। মঙ্গলবার আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।