গাজা কেন্দ্র করে যা ঘটছে তা নজিরবিহীন : বিশ্লেষক

0

গাজায় ইসরায়েলের যুদ্ধ এই অঞ্চলের পরিস্থিতিকে এমন পর্যায়ে নিয়ে যেতে পারে, যা আগে কখনও দেখা যায়নি। এমন আশঙ্কা করছেন বিশ্লেষকরা। 

কাতারের জর্জ টাউন ইউনিভার্সিটির মধ্যপ্রাচ্য ইতিহাসের সহযোগী অধ্যাপক আবদুল্লাহ আল আরিয়ান বলেন, এর আগে কোনো সংঘর্ষে আমরা এ ধরনের একাধিক ফ্রন্ট দেখিনি। ‘ সবকিছুই নজিরবিহীন।’ 

২০০৬ সালে, হিজবুল্লাহ এবং ইসরায়েল ৩৪ দিনের যুদ্ধে লেবাননে ১,২০০ এরও বেশি নিহত হয়েছিল, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক এবং ১৬০ জন ইসরায়েলে, যাদের বেশিরভাগই সৈন্য ছিল।

তিনি বলেন, ‘আমরা কখনও একাধিক ফ্রন্ট খোলার ঘটনা দেখিনি। এর ফলে গাজায় বর্তমানে যে ধ্বংসযজ্ঞ চলছে তা ব্যাপক ভাবে বৃদ্ধি পেয়েছে।’

পশ্চিমা বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলের গাজা যুদ্ধে ইরান কোনো না কোনোভাবে সম্পৃক্ত হতে পারে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here