ইনজুরি থেকে ফিরে এলেও এখনো পুরোদমে খেলছেন না লিওনেল মেসি। সবশেষ প্যারাগুয়ের বিপক্ষে আর্জেন্টিনার হয়ে খেলেছেন কেবল ৩৭ মিনিট। সেটাও বদলি হিসেবে মাঠে নামার পর।
বিশ্বকাপ বাছাইপর্বে আগামীকাল পেরুর মুখোমুখি হচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বাংলাদেশ সময় সকাল ৮টায় শুরু হবে ম্যাচটি। মেসি শুরুর একাদশে থাকবেন কি না তা নিশ্চিত করে বলতে পারেননি কোচ লিওনেল স্কালোনি। তবে অনুশীলনে মেসির উন্নতি চোখে পড়েছে তার।