ভোলার চরফ্যাশনে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে ১২ জেলেকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া বয়স কম থাকায় ছয় জেলেকে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। অভিযানকালে দুটি নৌকাসহ ১২ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে।
সোমবার সকাল থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত চরফ্যাশন ও বোরহানউদ্দিনের তেঁতুলিয়া নদীতে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
জেলা মৎস্য কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ জানান, মা ইলিশ রক্ষায় মৎস্য বিভাগ, পুলিশ, কোস্টগার্ড, নৌ পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের অভিযান অব্যাহত রয়েছে।