নোয়াখালীর সোনাইমুড়ী ও চাটখিলে ঈদুল ফিতর উপলক্ষে ৬ হাজার শ্রমিকের মাঝে ঈদ উপহার হিসেবে লুঙ্গি ও শাড়ি বিতরণ করেছেন নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম।
আজ সকালে ও শনিবার বিকেলে চাটখিল ও সোনাইমুড়ী উপজেলার পৃথক দুটি স্থানে জাতীয় শ্রমিকলীগ সোনাইমুড়ী ও চাটখিল উপজেলা শাখার উদ্যোগে বিশাল শ্রমিক সমাবেশে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়।
তিনি বলেন, উন্নয়ন অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনার হাত মজবুত করবেন। প্রধানমন্ত্রী নৌকা দিয়ে যাকে পাঠাবেন তাকে জয় লাভ করাতে হবে। একমাত্র শেখ হাসিনার নেতৃত্বে দেশ ভালো থাকবে।
অনুষ্ঠানে পৌরসভার মেয়র নুরুল হক চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মমিনুল ইসলাম বাকের, সাধারণ সম্পাদক আফম বাবুল, জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি (ভারপ্রাপ্ত) নুর কুতুব সালাম মান্নান, সিনিয়র সহ-সভাপতি তোফায়েল আহম্মেদ, জেলা জাতীয় শ্রমিক লীগের আহ্বায়ক একেএম মোজ্জামেল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।