ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক জেল হাজতে

0

মাগুরার শ্রীপুর উপজেলায় মাধ্যমিক বিদ্যালয়ের এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক কে এম রোকন উজ-জামান সুইটকে জেল হাজতে পাঠিয়েছেন আদালত। সোমবার দুপুরে মাগুরা জ্যেষ্ঠ বিচারিক আদালতের সুমনা পালের আদালতে হাজির করা হলে তাকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় জানান, শনিবার বিকেলে শিক্ষক কেএম রোকন-উজ-জামান ওরফে সুইট অষ্টম শ্রেণির এক ছাত্রীর শ্লীলতাহানি করে। এ ঘটনায় রবিবার দুপুরে শিক্ষার্থীরা বিচার চেয়ে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মমতাজ মহলের কাছে লিখিত অভিযোগ দেয়। পরে ইউএনও’র নির্দেশে শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্যামানন্দ কুন্ডুকে আহ্বায়ক করে ৫ সদস্যের তদন্ত টিম গঠন করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here