মুন্সীগঞ্জ বিক্রমপুরের টেলিভিশন সাংবাদিকদের আঞ্চলিক সংগঠন ‘বিক্রমপুর টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন’র নতুন কমিটি গঠন করা হয়েছে। সোমবার দুপুরে জেলার শ্রীনগরের অস্থায়ী কার্যালয়ে সাধারণ সভায় দুই বছর মেয়াদি কমিটি ঘোষণা করা হয়।
এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি কাজী নজরুল ইসলাম বাবুলকে সভাপতি ও এসএ টেলিভিশনের জেলা প্রতিনিধি এম তরিকুল ইসলাম মাহবুবকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটিতে কার্যকরী সদস্য পদে রয়েছেন মোহনা টিভির সুজন পাইক, চ্যানেল ফোরের জাফর মিয়া, দিপ্ত টিভির কায়সার সামির, ইন্ডিপেন্ডেন্ট টিভির জিতু রায়কে নির্বাচিত করা হয়।