কক্সবাজারের টেকনাফ সীমান্তে পৃথক অভিযানে ৩ লক্ষ ৫০ পঞ্চাশ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
টেকনাফ ২বিজিবি ব্যাটালয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মহিউদ্দীন আহমেদ (বিজিবিএমএস) গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, শনিবার গভীর রাতে গোপন তথ্যের ভিত্তিতে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়ন এর অধীনস্থ নাজিরপাড়া বিওপি’র চোরাচালান প্রতিরোধ টহলদল অভিযান পরিচালনা করে ১ লক্ষ ৫০ পঞ্চাশ হাজার পিস ইয়াবা ট্যাবলেট (মালিকবিহীন অবস্থায়) জব্দ করা হয়। গোয়েন্দা তথ্যে আরো জানা যায় যে, বর্ণিত এলাকায় দিয়ে আরো ইয়াবার চালান বাংলাদেশে আসতে পারে। এমন তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়ন সদর থেকে উক্ত এলাকায় নজরদারী বৃদ্ধি করা হয়।