রাজধানীর কদমতলী ধলেশ্বর ঘাট এলাকায় ট্রাকের ধাক্কায় মো. শাহাবুদ্দিন (৩০) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। নিহত শাহাবুদ্দিন নোয়াখালীর সেনবাগ উপজেলার সরদার পাড়া গ্রামের মো. মোখলেসুর রহমানের সন্তান। কর্মসূত্রে রাজধানীর জুরাইনের বউবাজার এলাকায় বসবাস করতেন।
শনিবার (১৮ মার্চ) দিবাগত রাত ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত দেড়টার দিকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।