ইউরো ২০২৪ বাছাই পর্বে স্লোভাকিয়ার বিপক্ষে জোড়া গোল করে ক্রিস্টিয়ানো রোনালদো পর্তুগালতে ৩-২ গোলে জিতিয়েছেন। তার গোলেই মূলপর্বে জায়গা নিশ্চিত করেছে পর্তুগিজরা।
সেই জয়ের পরই সিআরসেভেন জানালেন, আন্তর্জাতিক ফুটবল থেকে আপাতত অবসরের কোনো ভাবনা নেই তার। বরং তিনি আগামী ইউরো নিয়ে ভাবতে চান।