বগুড়ার শাহজাহানপুর উপজেলার জামাদারপুকুর এলাকায় ট্রাকচাপায় সাব্বির হোসেন (৩৫) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। নিহত সাব্বির উপজেলার সোনাকানিয়া গ্রামের বাসিন্দা। তিনি একটি ফিড কোম্পানিতে কাজ করতেন।
রবিবার (১৯ মার্চ) সকাল পৌনে ৯টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, সকাল পৌনে ৯টার দিকে সোনাকানিয়া থেকে মোটরসাইকেল চালিয়ে নন্দীগ্রাম কর্মস্থলের দিকে যাচ্ছিলেন সাব্বির। পথিমধ্যে জামাদারপুকুর এলাকায় পৌঁছালে নন্দীগ্রামগামী একটি মালবোঝাই ট্রাক মোটরসাইকেলটিকে পেছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।