পটুয়াখালীর কলাপাড়ায় নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাছ শিকারের দায়ে ছয় জেলেকে আটক করেছে পায়রা বন্দর নৌ-পুলিশ।
বৃহস্পতিবার পৃথক অভিযানে পায়রা বন্দরের বঙ্গোপসাগর সংলগ্ন চ্যানেলের বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়।
কলাপাড়া পায়রা বন্দর নৌ-পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক মো. আজিজুল হক জানান, মা ইলিশ রক্ষার অভিযানের প্রথম দিনে তাদের মাছ শিকাররত অবস্থায় আটক করা হয়েছে।