নিউজার্সিতে বাংলাদেশি নৃত্য শিক্ষা প্রতিষ্ঠান ‘সৃষ্টি একাডেমি অফ পারফর্মিং আর্টস’র উদ্যোগে ৭ অক্টোবর অনুষ্ঠিত হল ‘সংস্কৃতি-উৎসব ২০২৩’। মনোরম পরিবেশে ‘এডওয়ার্ডনাশ থিয়েটারে’ সৃষ্টি একাডেমির ছাত্র-ছাত্রী, শিক্ষিকা ও নিউজার্সি, নিউইয়র্ক, মেরিল্যান্ড এবং পেনসিলভেনিয়া থেকে আগত কমিউনিটির সদস্যদের একের পর এক নৃত্য, সঙ্গীত, যন্ত্রসংগীত এবং রম্য নাটকের মনোমুগ্ধকর পরিবেশনা দর্শকদের হৃদয় জয় করে নেয়।
অনুষ্ঠানের সার্বিক পরিচালনা ও তত্ত্বাবধানে ছিলেন সৃষ্টি একাডেমির প্রতিষ্ঠাতা এবং নৃত্যশিল্পী ড. সুবর্ণা খান। সহযোগিতায় শামসুল সাদি ও আফজাল খান এবং অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন একাডেমির প্রাক্তন ছাত্রী রাহিন ও নামিরা, ডিজিটাল ব্যাকড্রপ নির্মাণ ও পরিচালনায় ছিলেন এরহান।
অনুষ্ঠানের প্রধান অতিথি প্যাটারসন সিটির কাউন্সিলম্যান অ্যাট-লার্জ ফরিদউদ্দিন নতুন প্রজন্মকে তাদের মা-বাবার ঐতিহ্য-সমৃদ্ধ বাঙালি সংস্কৃতির সাথে সংযুক্ত করার জন্য সৃষ্টি একাডেমী’র নিরলস এ প্রয়াসকে সাধুবাদ জানান। এ ধরনের আয়োজন আরো ঘনঘন করার তাগিদ দিয়েছেন কাউন্সিলম্যান ফরিদউদ্দিন।