গাজায় বিমান ভর্তি মেডিকেল সহায়তা পাঠাল জর্ডান

0

গাজায় ত্রাণ সহায়তা নিয়ে বিমান পাঠিয়েছে জর্ডান। জর্ডানের রাষ্ট্রীয় ত্রাণ সংস্থা হাশেমি চ্যারিটেবল অর্গানাইজেশনের এক বিবৃতিতে বলা হয়েছে, গাজার জন্য চিকিৎসা সহায়তা বহনকারী প্রথম কোনো বিমান জর্ডান থেকে রওনা হয়েছে।

কর্তৃপক্ষের সেক্রেটারি জেনারেল ড. হুসেইন আল-শিবলি বলেন, এই সহায়তার মধ্যে রয়েছে ফিলিস্তিনি ভূখণ্ডে পরিচালিত হাসপাতাল ও স্বাস্থ্য সংস্থার জন্য ওষুধ ও চিকিৎসা সরঞ্জামাদি।

রাফা হলো মিশরের সাথে গাজার একমাত্র সীমান্ত ক্রসিং। মঙ্গলবার গাজায় ফিলিস্তিনি কর্মকর্তারা জানান, ইসরায়েলি বিমান হামলার কারণে গাজা সীমান্ত বন্ধ করে দেয়া হয়েছে। রাফাহ ক্রসিং খোলা আছে কি না তা এখনও স্পষ্ট নয়। সূত্র: সিএনএন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here