দেশমানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যুBy AmarNews.com.bd - October 12, 20230FacebookTwitterPinterestWhatsAppLinkedinEmailPrintTelegramCopy URL মানিকগঞ্জের সিংগাইরে মাইক্রোবাস চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। আজ সকাল নয়টার দিকে মানিকগঞ্জ হেমায়েতপুর আঞ্চলিক সড়কের খোলাপাড়া স্থানে এই দুর্ঘটনাটি ঘটে। সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।