ইসরায়েলে পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন। যুক্তরাষ্ট্রের সমর্থন জানাতে বৃহস্পতিবার তিনি সেখানে পৌঁছান।
শুক্রবার ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে সাক্ষাৎ করবেন ব্লিংকেন। প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের নির্বাহী কমিটির মহাসচিব হুসেইন আল-শেখ এ কথা জানিয়েছেন।
জর্ডানের বাদশা আব্দুল্লাহর সঙ্গেও মাহমুদ আব্বাসের সাক্ষাতের কথা রয়েছে বলে জানান ফিলিস্তিনি এক কর্মকর্তা।
গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, ইসরায়েলের নেতাদের সঙ্গে বর্তমান সংঘাতের অবসানের বিষয় নিয়ে কথা বলবেন ব্লিংকেন। তবে তিনি যুদ্ধবিরতির আহ্বান জানাননি।
ব্লিংকেনের পরিষ্কার বার্তা হলো, যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে রয়েছে, সেটা আজ, আগামীকাল এবং ভবিষ্যতেও।
হামাসের বিরুদ্ধে অভিযান জোরদার ও দীর্ঘস্থায়ী যুদ্ধে যুক্তরাষ্ট্র সহায়তা করে যাবে। তবে সেই সঙ্গে যুদ্ধে নিয়মকানুন রক্ষা ও বেসামরিক নাগরিকদের ক্ষয়ক্ষতি এড়াতে ইসরায়েলকে তাগিদ দেবে যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রের যে নাগরিকদের হামাস জিম্মি করে রেখেছে, তাদরে মুক্তির বিষয়ে ব্লিংকেনের আলোচনায় বিশেষ গুরুত্ব পাবে। তবে কীভাবে তাদের উদ্ধার করা হবে, সেই সিদ্ধান্ত এখনো হয়নি। সূত্র: বিবিসি