ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে নজিরবিহীন যুদ্ধ চলছে। আজ বৃহস্পতিবার ষষ্ঠ দিনে গড়িয়েছে এই যুদ্ধ। উভয় ভূখণ্ডেই হতাহতের সংখ্যা লাফিয়ে বাড়ছে।
হামাসের হামলায় ইসরায়েলে নিহতের সংখ্যা ১৩০০ জনে দাঁড়িয়েছে। সেই সঙ্গে সেখানে আহতের সংখ্যা দাঁড়িয়েছে তিন হাজার ৩০০ জনে। অপরদিকে, ইসরায়েলি হামলায় ফিলিস্তিনে নিহতের সংখ্যা বেড়ে ১২০০ জনে দাঁড়িয়েছে। হামলায় পাঁচ হাজার ৬০০ ফিলিস্তিনি আহত হয়েছেন।
ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন জানাতে বৃহস্পতিবার (১২ অক্টোবর) স্থানীয় সময় সকালে ইসরায়েলে পৌঁছেছেন ব্লিঙ্কেন।
সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের প্রতি ওয়াশিংটনের স্থায়ী সমর্থনের বিষয়টি পুনর্নিশ্চিত করবেন। সেই সঙ্গে আমেরিকানসহ হামাসের হাতে বন্দিদের মুক্তি নিশ্চিত করা এবং ব্যাপক পরিসরে যুদ্ধ ছড়িয়ে পড়া ঠেকাতে আলোচনা করবেন তিনি।
এ বিষয়ে ব্রিটিশ গণমাধ্যম রয়টার্স জানিয়েছে, সফরের অংশ হিসেবে ইসরায়েলের সাথে সংহতি প্রদর্শন ও সামরিক সমর্থন আরও বাড়ানোর বিষয়ে আলোচনা করতে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুসহ ঊর্ধ্বতন ইসরায়েলি কর্মকর্তাদের সাথে দেখা করবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।
‘আমি একটি খুব সহজ এবং স্পষ্ট বার্তা নিয়ে যাচ্ছি…যে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাথে রয়েছে’। ইসরায়েলের উদ্দেশ্যে বিমানে চড়ার আগে সাংবাদিকদের বলেছিলেন ব্লিঙ্কেন।
প্রসঙ্গত, গত শনিবার সকালে গাজা থেকে ইসরায়েলে হামলা চালায় হামাস। কয়েক হাজার রকেট হামলা চালানোর পাশাপাশি ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে হত্যাকাণ্ড চালায় তারা। এরপর থেকে দুই পক্ষে শুরু হয় হামলা-পাল্টা হামালা।