ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধ নিয়ে যা বললেন ডোয়াইন জনসন ও জাস্টিন বিবার

0

গাজা ও লেবাননে দফায় দফায় বিমান হামলা চালাচ্ছে ইহুদিবাদি ইসরায়েল। বোমার আঘাতে ধ্বংসস্তূপে পরিণত হওয়ায় গাজা অঞ্চলের মানবিক পরিস্থিতি ভয়াল রূপ নিয়েছে। জাতিসংঘ বলেছে, সেখানে ২ লাখ ৬০ হাজার মানুষ নিঃস্ব হয়ে পড়েছে। হামাস ও ইসরায়েলের এই যুদ্ধে উভয় পক্ষের নিরীহ মানুষের ক্ষতির কথা ভাবছেন হলিউড অভিনেতা ডোয়াইন জনসন।

তিনি বলেন, ‘নিরাপরাধ ইসরায়েলি এবং ফিলিস্তিনদের জীবনের ক্ষয়ক্ষতি হৃদয় বিদারক। আমি মধ্যপ্রাচ্যের জটিল সংঘাত সম্পর্কে সবকিছু জানি না। এটি অত্যন্ত জটিল প্রসঙ্গ। তবে আমি সন্ত্রাসবাদের নিন্দা জানাই। এই ধ্বংসাত্মক মুহূর্তে সমস্ত নিরপরাধ ভুক্তভোগী এবং তাদের হারিয়ে যাওয়া প্রিয়জনদের জন্য আমার হৃদয় শোকাহত। আমি সমবেদনা এবং সমাধানের জন্য প্রার্থনা করি। নিষ্পাপ প্রাণগুলোর জন্য প্রার্থনা করি।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here