গাজীপুরের কালিয়াকৈরে সমতল ভূমিতে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে হাঁস বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে কালিয়াকৈর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের সামনে সমতল ভূমিতে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ২৫৭ টি পরিবারকে হাঁস দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন সিকদার, উপজেল পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা জায়েদা নাসরিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. লুৎফর রহমান, উপজেলা ভেটেরিনারি সার্জন উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ডা. মো. সাইদুর রহমান, ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহআলম সরকার, বোয়ালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফজাল হোসেন খাঁন।
পরে ২৫৭ টি পরিবারকে ২০টি করে হাঁস মোট ৫১৪০ টি হাঁস দেওয়া হয়। প্রতিটি পরিবার ১টি করে ভিটামিন, ১টি করে অ্যান্টিবায়োটিক, ১টি করে জীবাণুনাশক প্রদান করা হয়।