বার্সেলোনার বিরুদ্ধে স্নায়ুচাপে থাকবে রিয়াল মাদ্রিদ

0

অনেকটা এগিয়ে লা লিগার শীর্ষে থাকলেও বার্সেলোনার গত কয়েক ম্যাচের পারফরম্যান্স তেমন ভালো নয়। সবশেষ তিন ম্যাচের একটিতে হার, অন্য দুটিতে কোনোমতে জিততে পারে তারা। তবে আসছে ক্লাসিকোর আগে কাতালান দলটিকে নিয়ে খুব সতর্ক কার্লো আনচেলত্তি। প্রতিপক্ষকে হালকাভাবে না নিতে তার খেলোয়াড়দের প্রতি আহ্বান জানালেন রিয়াল মাদ্রিদ কোচ।

কাম্প নউয়ে রবিবার (১৯ মার্চ) লিগ ম্যাচে বার্সেলোনার মুখোমুখি হবে রিয়াল। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ২টায়। ২৫ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে গতবারের চ্যাম্পিয়ন রিয়াল। সমান ম্যাচে বার্সেলোনার ৬৫ পয়েন্ট।

আসছে ম্যাচে রিয়াল হেরে গেলে তাদের শিরোপা ধরে রাখার আশা প্রায় শেষ হয়ে যাবে বলে মনে করছে অনেকে। তখন ১২ রাউন্ড বাকি থাকতে তারা পিছিয়ে থাকবে ১২ পয়েন্টে। আনচেলত্তি হারের কথা ভাবছেন না। তবে শনিবার সংবাদ সম্মেলনে তিনি স্বীকার করে নিলেন, স্নায়ুচাপে থাকবে তার দল।

তিনি বলেন, বার্সাকে বিড়াল হিসেবে নয়, সিংহ হিসেবে দেখতে হবে আমাদের। আমরা যদি তাদের বিড়াল হিসেবে দেখি, মনে হবে আমরা কোনো পার্টিতে যাচ্ছি। একটি দুর্দান্ত দলের বিপক্ষে এবং গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে যাচ্ছি আমরা। এই ম্যাচগুলিতে অবশ্যই সবসময় ভয় কাজ করে, কিন্তু এটা স্বাভাবিক। আমার জন্য ম্যাচ শুরুর আগের দুই ঘন্টা সবচেয়ে বাজে সময়।

কাম্প নউয়ে রিয়াল জিততে না পারলে লিগের শিরোপা নিষ্পত্তি হয়ে যাবে কিনা, এমন প্রশ্নে সরাসরি কোনো উত্তর দেননি আনচেলত্তি। তিনি বলেন, আমি জানি না (শিরোপা নির্ধারক কিনা)। আমরা শুধু জয়ের কথা ভাবছি, আমি শুধু জিততে চাই। যদি আমরা জিততে না পারি, পরে ভাবব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here