জয়পুরহাটে দুই হাজার পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটহ রাজা মিয়া নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব। কালাই উপজেলার সাতার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বুধবার দুপুরে জয়পুরহাট র্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃত রাজা মিয়া কালাই উপজেলার সাতার এলাকার মৃত জালাল মন্ডলের ছেলে।