এবার গাজার পাশাপাশি লেবাননেও বোমা হামলা শুরু করেছে ইসরায়েল।
বিষয়টি স্বীকার করে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইসরায়েলের সামরিক স্থাপনা লক্ষ্য করে ট্যাংকবিধ্বংসী গোলার জবাবে লেবাননে বোমা হামলা চালানো হচ্ছে।
একই সঙ্গে ইয়ারিন এলাকায় ফসফরাস বোমা ফেলা হয়েছে দাবি করা হয়েছে।
এদিকে, ফিলিস্তিনের গাজা উপত্যকার আল-কারামা অঞ্চলে ইসরায়েল ফসফরাস বোমা ফেলেছে বলে অভিযোগ উঠেছে।
ফিলিস্তিনি ওয়াফা নিউজ এজেন্সির বরাত দিয়ে বুধবার আল জাজিরা জানিয়েছে, গাজার আল-কারামা এলাকায় গত রাতে সাদা ফসফরাস বোমা ফেলেছে ইসরায়েলি বাহিনী। সেখানকার আটটি ১২তলা ভবন পুরোপুরি মাটির সঙ্গে মিশে গেছে। সূত্র: আল জাজিরা