কিশোরগঞ্জের নিকলীতে বিশাল সমাবেশে আওয়ামী লীগের উন্নয়নের চিত্র তুলে ধরেছেন কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আফজাল হোসেন। মঙ্গলবার (১০ অক্টোবর) বিকালে নিকলী উপজেলা সদর ঈদগাহ ময়দানে এ সমাবেশের আয়োজন করে নিকলী উপজেলা আওয়ামী লীগ।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আফজাল হোসেন এমপি বলেন, আমি আপনাদের সেবক। ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে আপনারা আমাকে নির্বাচিত করেছেন। এজন্যে আমি সারাজীবন নিকলী- বাজিতপুরের মানুষের কাছে কৃতজ্ঞ থাকবো। তিনি বলেন, আমি কিছু নিতে আসিনি, দিতে এসেছিলাম, দিয়ে যাচ্ছি। গত ১৫ বছর অনেক উন্নয়ন করেছি। আরও করবো। চলমান কাজগুলোও শেষ করবো। যে নিকলী-বাজিতপুর একসময় সন্ত্রাসের রাজত্ব ছিল। আমি সেই অন্ধকার দূর করে আলোকিত করেছি।
উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আবারও আওয়ামী লীগের নৌকা প্রতীকে ভোট দেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান তিনি। নিকলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি কারার সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আবু সাঈদ ইমাম, জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক এডভোকেট সাইফুল হক খান সাজন, বাজিতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান রকিবুল হাসান শিবলী, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক রানা, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু, বাজিতপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, নিকলী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আসাদুল হক লিটন প্রমুখ।
সভা সঞ্চালনা করেন নিকলী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিয়াজুল হক আয়াজ। উপজেলার সবকটি ইউনিয়ন থেকে মিছিল সহকারে নেতা, কর্মী ও সমর্থকরা সমাবেশে যোগদান করেন। বিকাল তিনটায় সমাবেশ শুরু হলেও এর আগেই জনসভাস্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায়।