ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, আওয়ামী লীগকে ক্ষমতা ছেড়ে জাতীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। দেশে কর্তৃত্ব ও ফ্যাসিবাদী সরকারের পতন ঘটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। শেখ হাসিনার সরকার দিনের ভোট রাতে করে স্বাধীনতার ৫৩ বছরের ইতিহাস কলঙ্কিত করেছে।
আজ মঙ্গলবার বিকেলে মাগুরার নোমানী ময়দানে জেলা ইসলামী আন্দোলন আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জেলা ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি মোস্তফা কামালের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন জেলা সেক্রেটারী হাফেজ মুহাম্মদ মনীরুজ্জামান, সহ-সভাপতি মাওলানা নাজিরুল ইসলাম, মাওলানা মশিউর রহমান, ঝিনাইদহ জেলা সভাপতি এইচ এম মাহামুদুল করীম, জাতীয় ওলামা মাশায়েখ পরিষদের চেয়ারম্যান মুফতি ওসমান গনি মুছাপুরি,শ্রমিক নেতা মাওলানা আসাদুজ্জামান, ছাত্র নেতা আব্দুল্লাহ আল নোমান প্রমুখ।