ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলি বাহিনীর মধ্যে সংঘাত চতুর্থ দিনে গড়িয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত হামাসের ইসরায়েলে নিহত বেড়ে দাঁড়িয়েছে ১০০৮ জনে। অপরদিকে, গাজায় ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা ৮০০ জনেরও বেশি দাঁড়িয়েছে।
এদিকে, গাজার অবরুদ্ধ অঞ্চল থেকে বেরিয়ে আসার একমাত্র পথ মিশরের রাফাহ সীমানা বন্ধ করেছে দিয়ে দেশটির কর্তৃপক্ষ।
উল্লেখ্য যে, রাফাহ সীমানা খোলা থাকলেও, সেটি পার হওয়ার হওয়ার জন্য গাজাবাসীকে তাদের নাম তালিকাভুক্ত করতে হয়।
সাম্প্রতিক হামলার কারণে দীর্ঘ অপেক্ষার তালিকা আটকা পড়েছেন এই মানুষেরা।
মঙ্গলবার সকালেও এই সিমানা খোলা ছিল-তবে ওই সীমানা দিয়ে শুধু তারাই পার হতে পেরেছে যাদের নাম সাম্প্রতিক সংঘাত শুরুর আগেই তালিকাভুক্ত ছিল।
গাজা থেকে মিশরে প্রবেশ করতে হলে অন্তত দুই দিন আগে তাদের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে গিয়ে একটি তালিকায় নাম লিপিবদ্ধ করতে হয়। তাই অনুমোদন নেই এমন কেউ এই সীমানা পার করতে পারছেন না, পারাপারের বিষয়ে ফেসবুক পেজে আজ বেশ কয়েকটি পোস্টে এসব তথ্য স্পষ্ট করে বলা হয়েছে।
যেহেতু গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সব সরকারি ভবন বর্তমানে বন্ধ বা ধ্বংস হয়ে গেছে, তাই বর্তমানে নতুন করে কাউকে তালিকায় যুক্ত করা যাচ্ছে না।
সূত্র : আল-জাজিরা।